আবেদন

সম্মানিত সূধী,
জামিয়া ইসলামিয়া আজীজিয়া সুদীর্ঘ ৬৩ বৎসর যাবত আল্লাহ তা’আলার রহমত ও ইসলাম প্রিয় ভাই-বোনদের সাহায্য সহানুভুতি নিয়ে আশাতীত উন্নতির পথে অগ্রসর হতে চলেছে। গত বৎসর ১৩৪৪ জন এতিম, গরীব, অসহায় মেধাবী দ্বীন পিপাসু ছাত্রদের আবাসিক লিল্লাহ বোর্ডিং-এ রেখে ৪৪ জন সুদক্ষ শিক্ষক মন্ডলী ১৪জন খাদেম দ্বারা নূরাণী, হিফ্জ, কিরাআত, ফত্ওয়া বিভাগ সহ দাওরায়ে হাদীস (মাষ্টার্স) পর্যন্ত শিক্ষা-দীক্ষা সুচারুরূপে চলছে। লিল্লাহ বোর্ডিং-এ ফ্রি খোরাকী প্রাপ্ত ছাত্র সংখ্যা ৫০০জন। অত্র প্রতিষ্ঠানটি পূর্ন আবাসিক হওয়ায় ছাত্র ও শিক্ষকদের আবাসন সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই জামিয়ার দ্বিতীয় শাখা হিলি মাঠপাড়ায় ২১০ ফুট বাই ৩০ ফুট বিশিষ্ট ৫ তলা বিশিষ্ট একটি কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ চলমান আছে। উক্ত কাজ সম্পূর্ণ করতে প্রায় ১ (এক) কোটি টাকা প্রয়োজন। লেখা-পড়ার সুষ্ঠু পরিবেশের জন্য ৩০০ ফুট বাই ৪০ ফুটের একটি নতুন শ্রেণি কক্ষ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ (দুই) কোটি টাকা। মসজিদ নির্মাণ, ছাত্রাবাস, লাইব্রেরী সম্প্রসারণ, হল ঘর এবং শিক্ষকমন্ডলীর বসবাসের জন্য আবাসন তৈরি একান্ত প্রয়োজন। আপনার প্রাণ প্রিয়, ব্যয়বহুল ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানটির যাবতীয় প্রয়োজনীয় খাতে প্রতিবারের ন্যায় সাহায্য সহযোগীতার হাত প্রসারিত করে দ্বীনি শিক্ষাকে সমুন্নত ও ইসলামী মূল্যবোধ সম্প্রসারিত করার মহান প্রয়াসে সাধ্যানুযায়ী অংশগ্রহণে এগিয়ে আসবেন একান্তভাবে কামনা করছি। আল্লাহ পাকের মহান দরবারে দু’আ করি আমাদের ও আপনাদের সকল দ্বীনি খেদমত সমূহ কবুল করুন। আমিন।

আরজগুজার
আলহাজ্ব মাওঃ মুহাঃ শামছুল হুদা খান
মুহতামিম/জামিয়া প্রধান
আল-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আন্ওয়ারুল উলুম
বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ।
প্রয়োজনে : ০১৭২৪-২২৫৪৫০

,

মাদরাসার একাউন্ট

সোনালী ব্যাংক হাকিমপুর শাখা
হিসাব শিরোনাম-
আল্-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আন্ওয়ারুল উলুম
সাধারণ সঞ্চয়ী হিসাব নং-৩৪০৩৫৭৫১
ছদকা তহবিল সঞ্চয়ী হিসাব নং-৩৪০৫২১২৮

স্ট্যন্ডার্ড ব্যাংক হিলি শাখা
হিসাব শিরোনাম-
আল্-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আন্ওয়ারুল উলুম
সাধারণ সঞ্চয়ী হিসাব নং- ০০২১৬৩৪০০০১০৭
ছদকা সঞ্চয়ী হিসাব নং- ০০২১৬৩৪০০০১০৮

জামিয়ার বিকাশ নং-০১৭৮৮-৩২৭৮৮৫

Loading