লিল্লাহ বোর্ডিং

কাওমী মাদরাসা একটি বিশেষ বৈশিষ্ট হলো লিল্লাহ বোর্ডিং ব্যবস্থাপনা। লিল্লাহ শব্দের অর্থ আল্লাহর ওয়াস্তে/আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে।
বোর্ডিং অর্থ আবাসন। সাধারণত লিল্লাহ্ বোর্ডিং বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সমাজের নিন্মবিত্ত, অসহায়, এতিম ও মিসকীনদের ধর্মীয় শিক্ষাগ্রহনের সুবিধার্তে খানাপিনা, চিকিৎসা ও আবাসনের ব্যবস্থাপনাকে বোঝায়।

হিলি মাদরাসা তার প্রতিষ্ঠার সূচনা থেকেই ৬৩ বৎসর যাবৎ সমাজের ইয়াতীম ও অসহায় বাচ্চাদের জন্য ধর্মীয় শিক্ষার পথ সুগম করতে লিল্লাহ বোর্ডিং এর খেদমত আঞ্জাম দিয়ে আসছে।
বর্তমানে লিল্লাহ বোর্ডিংয়ের অধীনে ৫০০জন ফ্রি খোরাকী প্রাপ্ত ছাত্র রয়েছে। যা ক্রমশবর্ধমান।
সমাজের বিত্তবান, ধর্মভীরু লোকজনের যাকাত, ফিতরা, উশর ও স্বেচ্ছাদানের ভিত্তিতে এই লিল্লাহ বোর্ডিংয়ের খেদমত আঞ্জাম দিয়ে থাকে হিলি মাদরাসা।

আপনিও স্বতন্ত্রভাবে মাসিক মাত্র তিন হাজার টাকা ব্যয়ে একজন অসহায় এতিম ছাত্রের গর্বিত স্পন্সর হতে পারেন।

.

আরজগুজার

আলহাজ্ব মাওঃ মুহাঃ শামছুল হুদা খান
মুহতামিম/জামিয়া প্রধান
আল-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আন্ওয়ারুল উলুম
বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ।
প্রয়োজনে : ০১৭২৪-২২৫৪৫০

্‌

,

মাদরাসার একাউন্ট

সোনালী ব্যাংক হাকিমপুর শাখা
হিসাব শিরোনাম-
আল্-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আন্ওয়ারুল উলুম
সাধারণ সঞ্চয়ী হিসাব নং-৩৪০৩৫৭৫১
ছদকা তহবিল সঞ্চয়ী হিসাব নং-৩৪০৫২১২৮

স্ট্যন্ডার্ড ব্যাংক হিলি শাখা
হিসাব শিরোনাম-
আল্-জামিয়াতুল ইসলামিয়া আল্-আজীজিয়া আন্ওয়ারুল উলুম
সাধারণ সঞ্চয়ী হিসাব নং- ০০২১৬৩৪০০০১০৭
ছদকা সঞ্চয়ী হিসাব নং- ০০২১৬৩৪০০০১০৮

জামিয়ার বিকাশ নং-০১৭৮৮-৩২৭৮৮৫

Loading