শিক্ষা বিভাগ

মক্তব বিভাগঃ এ বিভাগে শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারী সাহেবগণের মাধ্যমে নূরাণী পদ্ধতিতে মাত্র এক বছরে আবশ্যকীয় মাসায়িল, দোয়া, ওজু, নামাজ ইত্যাদির প্রশিক্ষণসহ বিশুদ্ধভাবে কুরআন শরীফ পড়তে সক্ষম করে তোলা হয়; তৎসঙ্গে প্রাথমিক বাংলা, ইংরেজী, অংক শিক্ষা দেয়া হয়।

হিফজ বিভাগঃ এ বিভাগে হিফজ পড়তে ইচ্ছুক ছাত্রদেরকে পবিত্র কুরআন মজীদ বিশুদ্ধভাবে আরবী লাহ্জায় হিফ্জ করানো হয়।

কিতাব বিভাগঃ জামিয়ার প্রধান ও বৃহত্তম বিভাগ এটি। এ বিভাগে শিক্ষার্থীদেরকে ইসলামী শিক্ষাক্রমের প্রথম শ্রেণী থেকে দাওরায়ে হাদীস (মাষ্টার্স) পর্যন্ত তাওহীদ, রিসালাত, তাফসীর, হাদীস, আক্বায়ীদ, মান্তিক, বালাগাত এবং ইসলামের বিভিন্ন বিষয়াবলি সহ বাংলা, ইংরেজী, অংক বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে বিজ্ঞ আলেমে দ্বীন গড়ে তোলা হয়।

কিরাআত বিভাগঃ জামিয়ার কিরাআত বিভাগে দেশের প্রখ্যাত ও স্বনামধন্য ক্বারী সাহেব দ্বারা মনোরম পরিবেশে অত্যন্ত যত্ন ও দায়িত্বশীলতার সাথেকিরাআত বিভাগ পরিচালনা করা হয়।

ইফতা বিভাগঃ এ বিভাগে ছাত্রদেরকে ইসলামী আইন কানুন ও ফিকহে ইসলামী বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে বিজ্ঞ মুফতী গড়ে তোলা হয় এবং এ বিভাগের মাধ্যমে ইসলামী জীবন ব্যাবস্থায় যাবতীয় সমস্যাবলীর, কুরআন সুন্নাহ ভীত্তিক সমাধান (ফতওয়া) প্রদান করা হয়।

Loading