আধুনিক আরবী প্রশিক্ষণ বিভাগঃ সময়ের চাহিদানুযায়ী ধর্মীয় ও আন্তর্জাতিক আরবী ভাষার বুৎপত্তি অর্জনের লক্ষ্যে এ বিভাগ থেকে ছাত্রদেরকে গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দেয়া হয়।
কম্পিউটার প্রশিক্ষণ বিভাগঃ এ বিভাগে সময়ের চাহিদানুসারে ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তোলার নিমিত্তে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়াও রয়েছে-
জামিয়া পাঠাগারঃ পাঠ্য পুস্তকাদি ছাড়াও বিভিন্ন বিষয়ের পুস্তুক সমৃদ্ধ একটি পাঠাগার। এখান থেকে ছাত্ররা স্বীয় অভিরুচি অনুযায়ী যুগোপযোগী জ্ঞানার্জনে সক্ষম হয়।
সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিশঃ শিক্ষকগণের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা প্রশিক্ষণ দেয়া হয়, যাতে ছাত্ররা লোকসমাজে যে কোন বিষয়কে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করার মাধ্যমে দ্বীনি দাওয়াতের ব্যাপক প্রসারের যোগ্যতা অর্জন করতে পারে।
মাসিক দেয়ালিকাঃ বলিষ্ঠ লেখনীর মাধ্যমে ইসলামের বিশুদ্ধ রূপরেখা জনসমক্ষে তুলে ধরার যোগ্যতা সৃষ্টির জন্য আসাতিযায়ে কেরামের তত্ত্বাবধানে জামিয়ার ছাত্রদের লেখায় সমৃদ্ধ মাতৃভাষা বাংলা, ধর্মীয় ও আন্তর্জাতিক ভাষা আরবীতে দুটি উচ্চমানের মাসিক দেয়াল পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়।
কারিগরী প্রশিক্ষণঃ শিক্ষার পাশাপাশি আগ্রহী ছাত্রদের কারিগরী প্রশিক্ষণের নিমিত্তে হাতের কাজ, বই বাঁধাই, টেইলারিং ও বৈদ্যুতিক কারিগরীর সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়া হয়।
হামদ-নাত ও আজান প্রশিক্ষণঃ আগ্রহী ও সুন্দর কন্ঠস্বরের অধিকারী ছাত্রদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়।
বিতর্ক অনুষ্ঠানঃ বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের যে কোন বিপরীত মানষিকতার মোকাবিলায় গঠনমূলক দালিলিক বিতর্ক প্রশিক্ষণ প্রদান করা হয়।