আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম এর উদ্যোগে বাংলাদেশ নুরণী তা’লীমূল কুরআন ওয়াকফ স্টেট এর তত্বাবধানে আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম (বাংলাহিলি মাদরাসা) এর সম্মানিত কর্তৃপক্ষের বিশেষ আয়োজনে মাদরাসা মসজিদে মনোরম পরিবেশে অভিজ্ঞ ক্বারী এবং দক্ষ নুরানী প্রশিক্ষক দ্বারা প্রতি বছরের ন্যায় এ বছরেও স্বল্প খরচে “নুরাণী মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স” চলবে,
ইনশাআল্লাহ।
উক্ত প্রশিক্ষণে দেশব্যাপী ইমাম, মুয়াজ্জিন, হাফেয, ক্বারী, দাওরা, মেশকাত, জালালাইন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, উত্তীর্ণ ও মাদরাসার অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দ আমন্ত্রিত।
ভর্তির তারিখ: ২৫ শাবান হতে ৩০ শাবান পর্যন্ত।
ক্লাস শুরু: ১ রমযান হতে।
ভর্তি ফি: ২৫০০/- (থাকা ও খাওয়া ফ্রি)
আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম এর উদ্যোগে বাংলাদেশ নুরণী তা’লীমূল কুরআন ওয়াকফ স্টেট এর তত্বাবধানে আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম (বাংলাহিলি মাদরাসা) এর সম্মানিত কর্তৃপক্ষের বিশেষ আয়োজনে মাদরাসা মসজিদে মনোরম পরিবেশে অভিজ্ঞ ক্বারী এবং দক্ষ নুরানী প্রশিক্ষক দ্বারা প্রতি বছরের ন্যায় এ বছরেও স্বল্প খরচে “নুরাণী মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স” চলবে, ইনশাআল্লাহ।
উক্ত প্রশিক্ষণে দেশব্যাপী ইমাম, মুয়াজ্জিন, হাফেয, ক্বারী, দাওরা, মেশকাত, জালালাইন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, উত্তীর্ণ ও মাদরাসার অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দ আমন্ত্রিত।
ভর্তির তারিখ: ২৫ শাবান হতে ৩০ শাবান পর্যন্ত।
ক্লাস শুরু: ১ রমযান হতে।
ভর্তি ফি: ২৫০০/- (থাকা ও খাওয়া ফ্রি)
প্রশিক্ষণের বৈশিষ্ট্যঃ
দ্বীনি খেদমতের আগ্রহী মু’আল্লিম ছাহেবানকে মানসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
ইলমে ক্বিরাআত ও তাজবীদে বিশেষভাবে পারদর্শী করে গড়ে তোলা হয়। বিশেষ পদ্ধতির মাধ্যমে সুন্দর হস্তাক্ষরের অধিকারী করে গড়ে তোলা হয়। আযান, ইক্বামত ও নামায সহ জরুরী ইবাদত-বন্দেগী সুন্নত তরীকায় মশ্ক
করানো হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ ছাত্রদেরকে সনদপত্র প্রদান করা হয়।
বি:দ্র: থাকা-খাওয়ার সামানপত্র সঙ্গে আনতে হবে।
দ্বীনি খেদমতের আগ্রহী মু’আল্লিম ছাহেবানকে মানসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ইলমে ক্বিরাআত ও তাজবীদে বিশেষভাবে পারদর্শী করে গড়ে তোলা হয়। বিশেষ পদ্ধতির মাধ্যমে সুন্দর হস্তাক্ষরের অধিকারী করে গড়ে তোলা হয়। আযান, ইক্বামত ও নামায সহ জরুরী ইবাদত-বন্দেগী সুন্নত তরীকায় মশ্ক
করানো হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ ছাত্রদেরকে সনদপত্র প্রদান করা হয়।
বি:দ্র: থাকা-খাওয়ার সামানপত্র সঙ্গে আনতে হবে।